ধূলোমাখা শর যেন
ধীরে ধীরে উঠে এসেছে বারান্দা ধরে।
ওখানে পুরাতন দরজা।
গিয়েছিলাম কোথায় জানিনা;
কে যেন আমাদের শক্তি আর
শষ্পাবৃত ছায়া দিয়ে গেছে।
ঘরে এসে গল্প করিনা,
কারণ,ঘরে কেউ নেই।
রক্তনদীর পরিকল্পনা বহুদিনের
বিকরাল মনুজ মোরা,
রেহাই পাবেনা কেউ।
বোম্বেটে,
আমরা বেঁচে থাকতে কী করে দেখব
তিতুমীরের কেল্লার পাশে
আগুন জ্বালাচ্ছ!