চিরায়ত অরণ্য আর
পাখিদের সুরেলা ধ্বনি
এখন হয়তো বিচ্ছিন্ন মনে, হঠাৎ শুনি।
কিন্তু যখন খরতপ্ত দুপুর ছিল
রঙধনু রাঙা আকাশ ছিল
ফিরছিলাম হয়তো নির্জন-ধূসর পথ ধরে।
একা বসে থাকি মাটির বারান্দায়।
এই চৌকাঠ পথে বহন করেছি কত আপনজন
দরজার ওপারে শুনেছি কান্নার রোল
কে জানে হয়তো মায়াটাই ভূল।
অমাবস্যায় ভেসে যাওয়া সবুজ গ্রাম
সময়েরা ফিসফিসিয়ে বলে এখানেই থাম।
অমাবস্যার পরেই উঁকি দিবে
আলোয় ভাসানো একটি নির্মল চাঁদ।