শালিকডাকা পথখানি শূন্য।
ক্রুদ্ধ খরপরসা নদীর তীরে
আলো আসেনি মোহনা চিরে;
থমকে গিয়েছে আবৃত পথে।
সহসাই মাতম উঠে মৃত্যুর
চোখ বুজে যায় যতদূর;
আচ্ছন্ন আছে দেয়ালের ছায়ায়।
দাবদাহের মতো লেলিহান শিখা
গ্রাস করেছে জীবনরেখা;
তবুও এগিয়ে যেতে শিখেছি
তবুও বেঁচে থাকতে শিখেছি।
কেননা,বিজয়ের পথে বাঁধার মোকাবেলা করা
আমাদের রক্তের সাথে গাঁথা।