নীলচে বেদনাগুলো আড়াল করে
স্বপ্নের সাথে সন্ধি গড়ে;
নীরবে হারাই অগ্ন্যুৎপাতের পথে।
শিশিরভেজা ঘাসগুলো আলোকিত
মেঘমালারা নয় পরাজিত;
শুধু অপেক্ষায় আছে একটি প্রলয়ংকরী ঝড়ের।
আবৃত দেয়ালের অংকিত চিত্র
ভূলিনি আজও আমরা মিত্র।
সাহসী যোদ্ধা এই সোনার বাংলার
বিদ্রোহী রক্তের প্রতিবাদী শিখা।
শুধু বিভেদের দেয়ালে আটকে আছি আজও
এখনো চুপ থেকোনা,একই স্লোগানে সাজো;
আর শেষ করে দাও ওই দাঙ্গাবাজ
মুখোশধারী শয়তানদের।