উর্ধশ্বাসে ছুটছে মানুষ।
মৃত্যুর কালোছায়া পরিত্যাগ করে।
সৌরিক পশুদের হাত থেকে
বাঁচতে চাওয়ার জন্য কী?
বেশী দূর ছিলনা ওই দেয়াল,
বহুমানুষ এসেছিলো সেখানে;
সে দেয়ালের দিকেই মুখ করে
মারা গেছে।
তার ভেতরের কথা,দীর্ঘদিন অবিচারের কথা,
পাপী অথচ দাপটের কথা
বলে গেছে এই দেয়ালে;
আর কেউ তো নেই বলার মতো।
এখন আমাদের কাছে দুষ্কর্ম সাধারণ ব্যাপার,
বরং কেউ রুখে দাঁড়ালে হতবাক হই।
আমরা অন্যায়ের কথা শুনেও,দেখেও
চুপ থাকি।
আমরাও দেয়াল,
তবে ধ্বংসপ্রাপ্ত নির্বাক দেয়াল।