কতগুলো লাশ।কফিনে বয়ে এনেছে
গিরিপথ দিয়ে ''অশ্বত্থমা''।
লাশঘর থেকে নয়, যুদ্ধের ময়দান থেকে;
পরাজিত হওয়ার পর।
দুঃস্বপ্নের রাত্রি।একটানা যুদ্ধ।নির্ঘুম চোখে
বিজয়ের প্রত্যাশা
একটি পতাকা স্থাপনের
তীব্র আকাঙ্ক্ষা।
এরা শত শত পথ পাড়ি দিয়ে এসেছে এই ময়দানে
বিপ্লবী শত্রুর আহবানে।
যারা পতাকা পুড়িয়ে ফেলছিল
শান্তি নিঃশেষ করার কুটিলতায়।
দাবদাহে সৈনিক বিপর্যস্ত;
পলাতক আসামীর মতো আশ্রয় খুঁজে।
কারণ, বুকের মধ্যে থাকা সত্যের সাহস
আর রক্তিম প্রতিবাদ
ধূলোয় মিশেছে
বিশ্বাসঘাতকতার দরুণ
তাইতো আজি মুখোশ পরেছে আগুন পুত্র ''অরুণ''।