মানবসদৃশ আত্নাগুলো সন্ধান করে প্রশান্তির
তবু শেষ নেই এই দীর্ঘ ভোগান্তির।
প্রবল তুফানে ভেঙে যায় আলোকিত তাঁবু
জীবন্ত চোখগুলো চেয়ে থাকে
চৌকাঠ পেরিয়ে তেপান্তরের দিকে ।
জোনাকিরা নিভে যায় দুর্গম পথে
আত্নারা বসে আছে কাফনের রথে।
মর্গের লাশগুলো হেঁটে চলে
সেই ল্যাম্পপোস্টের সামনে
যেখানে তাঁদের হত্যা করা হয়েছিল ।
মাথায় লাল সবুজের পতাকা বেঁধে ওরা হেঁটে যাচ্ছিল
একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার মিছিলে।
তখন আড়াল থেকে ঝাপিয়ে পড়ে অসুরের দল
উন্মাদের মতো চিৎকার করে শহিদদের কাটা মাথা নিয়ে।
এখনও ছিঁটেফোটা রক্তের দাগ লেগে আছে
ঘাতকের ভয়ংকর চোখে
আজি আত্নারা জেগে উঠে দুর্বার হয়ে তুফানের অভিমুখে।
ধ্বংস করবে ঘাতকসকল কে তাঁহাদের রুখে।