চেতনা হোক আমাদের স্ফুলিংগের মতো
শীর্ণতা হোক দূর
সবুজের কাছে মাথা রেখে আজ
অক্ষি সমুদ্দুর।
আচ্ছা,ভিটেমাটি ছাড়া ঐ বিধবা মা
কোথায় যাবে?
নাকি নিদ্রাহীন,পথে পথে কাটবে রাত্রি।
আমি অবাক হইনা।
শুধু দমবন্ধ ঘড়ির কাঁটাকে
অনুসরণ করি।
রাস্তায় হয়তো বিশাল অজগর সাপ,
কিন্তু উনার তো কোনো ভয় নেই।
কেননা মৃত্যুর দিকেই তো তিনি হাঁটছেন।
হায়েনার ঘটনাটি আমি পড়েছি।
পত্রিকার পাতা অশ্রুতে লাল ছিল।
চোখের সামনে কিছু ব্যর্থ প্রতিবাদ দেখেছি,
কিছু স্বপ্ন হত্যার গল্প শুনেছি।
যখন একদল শান্তির পক্ষে আরেকদল
বেহায়ার মতো লাশের পিছনে ছুটছে।
ঘড়ির কাঁটা কি সময়ের সাক্ষী!
নাহ! হয়তো কখনো আটকে যায়
কিছু অদ্ভূত মানুষের ইশারায়।
এরা মানুষ নাকি দেবদূত।
সময়ের ইতিহাস থেকে কর্তিত হয়
চির-অজানা কিছু উপাখ্যান।
যার আত্মা মাকড়সা হয়ে ঘুরে বেড়ায়
হাসপাতালের করিডোরে।