দূরত্ব বাড়ছে রক্তকণিকার
অহংকার দখল করেছে পরত
উজাড় হচ্ছে সব মানববসত।
শংকা ঘিরে ফেলেছে আপাদমস্তক
হারিয়ে গিয়েছে সব রক্ষক।
তবু হারায়নি এখনও জাগ্রত প্রহরীরা,
যারা শংকাশূন্য হয়ে দাঁড়িয়ে আছে প্রার্থনায়।
শবাধার থেকে আসে শহিদের গন্ধ
প্রভূর দুয়ার কখনো হয়নি বন্ধ।
মানবের তরে রোশনির মতো
আছে সর্বদা
আবৃত ঐ আঁধারের পথ
বলবে 'আল-বিদা'।