রাত এখন নিবিড় হয়না
দিনগুলো আমি সুপ্রিম করে তুলি।
আমি রাতের মানুষ নই;
অরবিন্দের ছায়া দেখলেই আমাকে উঠতে হয়।
আমি নৈগম,
আমি কয়েকটি রাজপথ
কলিজার ভেতরে মাটি ঢুকাই
এবং তারপর
অভ্যস্ত ভাইয়ের মতোন
চলি 'বিয়োগান্তের পথ ধরে।'


বিঃদ্রঃ অসুস্থতার কারণে কয়েকদিন আসরে আসতে পারিনি।সবার কাছে ক্ষমাপ্রার্থী।