আমি একা এক কাফেলা
বিপ্লবী হয়ে রাজপথ দিয়ে চলি
সিংহধ্বনিতে চিৎকার দিয়ে
পাপদরবার দলি।
আমি পুঁতে দেব তোমায় যেই তুমি হও ঠিক
ইজ্জত ছেড়ে দাপট দেখাও দুনিয়ার শত ধিক।
চোখের মুখের ধূর্ত ভয়ে চালাও ঝঞ্ঝা তোমার
মোদের রক্ত-মাংস নিয়ে হয়েছ রাজকুমার।
মমির বাক্সে বন্ধি করে বানাও গর্ত ঘুমের
জেগে উঠবে এই আস্থা একটু আলোয় মোমের।
এই পোড় খাওয়া গ্রাম্য শরীরে পবিত্র আত্না বাস করে
সীমানা ছাড়ালে বাঘের মতোন ঘাড়টা চাপিয়া ধরে।
দুর্বল দেখে খুন করছ ডজন ডজন করে
ইজ্জত নিয়ে করছ খেলা ফাঁসিতে ঝুলুক মরে।
তাই একজন চাই
যে রাজদরবার দলে প্রতিশোধে
যে সিংহাসন তুলে নিয়ে আছাড় মারে সমুদ্রের বুকে।
যে কোনো পাপাত্নাকে পায়না ভয়
তার সাথে মোরা জ্বলব শিখায়
জ্বলব জগতময়।