হঠাৎ থেমে যায় সময়
নিস্তব্ধ হয়ে উঠে ক্লান্ত দুপুর
শকুনেরা কেড়ে নেয় সোনার নূপুর।
বিশাল ছায়া ফেলে উড়ে যায়
দূর আকাশে
তীক্ষ্ম চিৎকার ভেসে আসে
দূরন্ত বাতাসে।
লুকিয়ে যায় ভীত মানুষগুলো।
রক্তের আদিম আহবান বিলীন হয়েছে
সব হারিয়ে আত্মা ক্ষয়েছে।
থেমে গেছে প্রতিবাদের বজ্রকণ্ঠস্বর
ধুঁকে ধুঁকে মরছি আমরা অতঃপর।