দহনে সমাপ্তি ধর্ম-বর্ণের
কোনো কাজ নেই রৌপ্য-স্বর্ণের;
যদি না মানবের প্রার্থনা হয় এক।
মোহরে সাজানো আমাদের উপাসনালয়
দেখব সম্মান যেন যথাযথ হয়।
তবু যদি আড়ালে থাকে রক্তের খেলা
অস্ত্রের হীন,বিচ্ছিন্ন মেলা।
শত প্রার্থনা করি প্রভূতে উজাড়
তবু ক্ষমতা নেই ভ্রাতৃত্ব বোঝার।
দিনশেষে পরিণত হব রাক্ষসে
ধ্বনিত হবে বিদায়ের ধ্বনি
প্রবল আক্রোশে।
রক্ত-মাংসে কভূ মানুষ হয়না
একতা-সাম্য যার গয়না;
সেই তো আসল মানুষ।