চলো নতুন এক পৃথিবীতে যাই,
উন্মাদ নৃত্যের এই রাজকীয়তা ছেড়ে
যেখানে আসন পেতেছি রাহুকাল গেঁড়ে।
ক্ষুন্নিবৃত্তির মতো, সাজাই নিত্য
আবারও ভেঙে ফেলি নিবিড় চিত্ত।
চলো নতুন এক পৃথিবীতে যাই,
যেখানে নাগরিক থেকে যায় আলোর পাশে
যেখানে বিধ্বংসী তুফান
হঠাৎ আসে।
তবে সে তুফান ধ্বংসের নয়।
আদিম পৃথিবীর কিছু অভ্যাস
ছিনিয়ে নিতে
বেপরোয়া হয়ে আসে
এই মায়ারাত্রির তুফান।