দুয়ারে দাঁড়িয়েছে হাত জোড় করে
দীনহীন ক্লান্ত মানুষটি
মুখের ভেতরে রক্ত ঝরছে অবিরত
বুকের আঘাত এখনও সাক্ষী দিচ্ছে মিছিলের।
আকাশ ভেঙ্গে এখনই নামবে বৃষ্টি
তার ছেলেদের টুকরো টুকরো মাংস থেকে
রক্ত ঝরবে অনবরত।
গাঢ় লাল রং ছেয়ে যাবে
কাদা মাটিতে
তারপর কোন একদিন
ঝলমলে রোদে শুকিয়ে যাবে
রক্তের কণাগুলি
মিশে যাবে দুর্বাঘাসের সাথে।
অনিলের ঘ্রাণ মিলিয়ে যাবে
রজনীগন্ধার হাতে,
আবারও জাগবে অমাবস্যা
শমনের কালোরাতে।