অভিলাষ একটা টুকরোয় বেঁধে
তারপর জ্বালিয়ে দিয়েছি;শণ-শরতের পাশে।
সেখানে দাঁড়াত গিরিমাটির সৈনিক।
টুঁটি চেপে ধরত ঐ অরাজকতার মিছিল,
আমরা এগিয়েছিলাম;অথচ দুঃখিনীর
ডাক সহ্য করতে পারিনি।
মায়েদের হাতে তুলে দিচ্ছি কারো কাটা মাথা;
নবকার্তিক হওয়ার স্বপ্ন আছে?
ওরা ধ্বংস করে,আর আমরা গড়ি
ধ্বংস,আবার পুনঃস্থাপন।
এভাবেই মাটি তার ঐতিহ্য হারাল
সৈনিক তার অস্ত্র হারাল
নির্ভীক তার সাহস হারাল
আর আমরা হারালাম ''একটি বাংলাদেশ''।