প্রচন্ড রৌদ্রের শেষে নিস্তব্ধ দিন
ক্লান্তিরা হয়ে যায় মেঘেতে বিলীন।
একটি নীলচে রেখার দিগন্ত
যেন এভাবেই আছে চিরকাল,অনন্ত।
চিঠিগুলো উড়ে রঙিন হয়ে
মৃদ্যু বাতাসেরা যায় যে বয়ে।
আলো ফুটে ঐ সবুজ পাতায়
কালিগুলো পড়ে আছে শূন্য খাতায়।
পাখিদের ডাকে শুনি মেঘের কথা
ছায়া ঝুঁকে আছে মোহনা যেথা।
তুলির আঁচড়ে এই মহাময়ী বিশ্ব
জানি স্বপ্নীল,হবেনা কখনো নিঃস্ব;
মেঠোপথ ছুঁয়ে ধ্বনিত হবে
অনন্ত জীবনের আহবান।