রাতের আঁধারে চিমনির সংকেত
বহুরূপী মানুষেরা হেঁটে চলে অবিরাম।
শত মানুষের রক্ত লেগে আছে
ওদের হাতে
কান্নায় ভেঙে পড়ে ঐ অমাবস্যার রাতে।
ক্ষুধার্ত মানুষের নিস্তব্ধ চোখ
কখনো হয়না নিরোধ;
শুধু আঘাতে ভেঙে পড়ে রক্তাক্ত দেহে।
শুনেছি বহু আত্মার কল্পকাহিনী
তবু জুলুমের বেলায় সবে একবাহিনী।
জানিনা বিভেদের দেয়াল ভাঙবে কবে
অত্যাচারী জালিম সবের
পতন হবে যবে।