মশাল মিছিলে নেমেছি,আলো আঁধারীর রূপালি ছায়ায়।
মুখ ভাসে শুধু নকীবের
তার ধ্বনি যেন শুনি অন্তরে অন্তরে।
যেদিকে তাকাই সেদিকেই বিশাল আশ্রয়।
তুরংগের মতো পা চালাও হে পথিকের দল
মশাল-মিছিল বের করেছি শত্রুর বিরুদ্ধে
যারা অপচেষ্টায় বশীভূত করে মিত্রের সামিয়ানা।
দেখি শত্রুরা এক হয় গোত্র বিভেদ ভূলে
সরোবর থেকে ন্যায়ের অস্ত্র
এনেছি আজকে তুলে।
আমরা এক হয়েছি রক্তের টানে।
সমস্ত পারাবার ঘুচে দিয়েছি জন্মের মতো
মুছে নাই আজও বুকের গভীরে
প্রতিশোধ আছে যতো।
অতএব,জলধং নিবিড় হও।
প্রঘোষককে বলে দাও
আরো জোরে চিৎকার দিতে
এই অশ্রুহীন মিছিলে।