সুমিষ্ট হাসি , স্নেহশীল করমর্দন
বুকে জড়িয়ে নেন
হয়তো ছেলে কিংবা ভাইয়ের মতোন।
কুটিল হাসি তো হাসেন তিনি গুদামঘরে
কসম করলে তবে বসেন একটু নড়েচড়ে।
বুকের ভেতর জ্বলছে হিংসার আগুন
ধ্বংসের সব ভয়ংকর হুলিখেলা।
তারা আড়ালে মানুষের রক্ত বেঁচে
পাপোশ বানায়
তারা সম্মুখে ওদের মা বলে
পরোক্ষে ধর্ষণ করে।
অজ্ঞাতনামা লাশগুলো যদি ওরা চিবিয়ে খেত,
নিকৃষ্ট পশুর রক্ত যদি শুষে নিত
তবে দেখতে আরো
সুন্দর হতো তাদের বাহিরের রূপ
একটি মুখোশের অন্তরালে।
তার ভেতর কিন্তু জানোয়ারের চেয়েও জঘন্য।