আরও ঘৃণা দরকার আমাদের।
প্রচুর ঘৃণা
আর মহারাজাদের মতো প্রচন্ড অহমিকা।
আধো ডুবন্ত হয়ে কতকাল টিকে থাকব
আর ফুটফুটে গল্পটাকে
কেমনে ধরে রাখব;
যখন বিবেকের অবিশ্বাস্য আগ্রাসন।
যাঁতাকলের মতো আমাদের পিষে মারছে
একমুঠো বিশ্বাসের জন্য,
একমুঠো শিরোধার্য সহায়তার জন্য।
তাহলে কি আমাদের রূপান্তরিত হতে হবে?
তাহলে কি আমাদের ধরতে হবে অভিন্ন কৌশল;
যার ইতিহাস মানুষকে বানিয়েছে
সায়নকালের নিমজ্জিত প্রভূ।
এভাবেই কি পালাব আমরা!
তেড়ে আসবে ঝঞ্জাট,
অবনতি ছাড়বেনা পিছু?
চলো কাফন ছিঁড়ে পতাকা বানাই
বাজুক এবার,নৃত্য-শানাই।
এ মাটিকে মুক্ত করব আবারও
ত্রিশ লক্ষ শহিদের কসম।