কবিতা একটা মুক্তমঞ্চের মতো।এখানে মনের ভাব সুন্দরভাবে ছন্দ কিংবা গদ্যের সাথে উপস্থাপন করা যায়।তবে খেয়াল রাখতে হবে এটা যেন পাঠকের মনে নাড়া দেয়।এমনভাবে তুলে ধরতে হবে যে পাঠকের মনের জরা কিংবা অচেতনতা কেটে যায়।আর সে জেগে উঠে জীবনের নতুন প্রত্যাশায়।সে সুন্দর সফলতার পথ খুঁজতে পারে।তবেই তো সার্থকতা। সত্যের আলো জ্বালানো সহজ কিন্তু সেই আলো সর্বত্র ছড়ানো কঠিন।আর এটা একমাত্র কবিতাই পারে।