রোগাক্রান্ত বৃক্ষের মতো,সদাই পড়ছি নুইয়ে
সাপুড়ের সাজ ত্যাগ করেছি,মান-সম্মান খুইয়ে।
হেসেছিলাম আমি বজ্রাঘাতের করুণ দৃশ্য দেখে
কেননা প্রভূত ধনের কাছে,কাফন দিয়েছি রেখে।
মিথ্যা মোহে করেছি শান্ত আমজনতার মন
খুব কৌশলে থামিয়েছিলাম ছাত্রসেনার রণ।
বিধূর স্বপ্ন,কিংবা অহোরাত্রির কেন্দ্রবিন্দু।
সৈকতে পড়ে থাকা মুক্তো হয়েছি
এই পথে আসতে কত প্রাণ ক্ষয়েছি।
অঙ্গীকার গেঁথেছি লক্ষ জনতার নাড়িতে
অথচ আজ জলসেদ্ধ,বৃদ্ধ মায়ের হাঁড়িতে।
ফাঁসির দড়িতে টানছি বিদ্রোহীদের।
রাজ স্থাপন করছি একচ্ছত্র গ্রহে
কুরসীতে বসে বড় রাজা,
সবকিছু আজ সহে।
তবুও সূর্য উঠে,চাঁদ আলো দেয়।
সুনামি, জলোচ্ছাস হয়।
তবু আর কতদিন?
বিশাল লাইনে দাঁড়াচ্ছে মানুষ,
একজন থেকে আরেকজন,
ছোঁয়াচে রোগের মতো
জেগে উঠছে ভয়ংকর খুনের নেশা।