রোদের দিনগুলো স্থির।
ভাত,রুটি শুকিয়ে যায়,
খাওয়ার মতো কিছু নেই।
হাঁটু থেকে রক্ত বেরুচ্ছে,
দীর্ঘক্ষণ উনাদের সামনে দাঁড়িয়ে ছিলাম
রক্ত ঢাকতে পারিনা,
কেউ কেউ দেখে ফেলে;
তবু কিছু বলে না।
কেননা, অনেকের হাঁটুই নেই
কেটে ফেলা হয়েছে
আগুন হাতে নেওয়ায়।
এখনো কাঁপছে ধরা
মাথায় হাতটা দেওয়ায়।
অথচ,তোমরা হয়তো জানোনা,
রক্ত শুকিয়ে খাওয়া,তেমন কিছু না;
আমাদের এবং স্বপ্নদের কাছে।