সময়েরা মুখ ফিরিয়ে নিয়েছে,
দিনগুলো বিবর্ণ উপত্যকা হয়ে
হানা দেয় আদিম শুনানির মতো।
যেন চিরঞ্জীব ধূলিকণার সাথে অব্যাহত সন্ধি
শত কষ্টেও শৈশব থাকেনা বন্দি;
স্মৃতির বন্ধ মণিকোঠায়।
দূর আকাশের বিনত তারকারাজি
অস্ফুট মোহের মতো দু-বাহু জড়িয়ে আছে
গলে যাওয়া মোমবাতির আলো
সর্বংসহা রূপে নাচে।
তেমনি রক্তের স্রোতে অবিনশ্বর,বিদ্রোহী সত্তা
জেনেছি লোকালয়ের ভীড়ে,আলোর ফুলঝুরি
মিছিলের বাগদত্তা।
মস্তিষ্কের গহীনে ক্ষরিত স্বপ্নের স্বীয় কলরব
আধো জাগ্রত হয়ে,রুদ্র-হাওয়ায়
সীমান্তের অনুভব।
থেমে গেছে রক্তের ফিনকি, কিংবা দূরীভূত কন্ঠস্বর
এখনো ভাঙিনি স্বর্ণের সেতু
বেঁচে আছি পরস্পর।