পদচ্ছায়া,শান্তি উৎসবে প্রখর,উত্তাল
ছর-কোট হয়ে থাকে সদা সংবরণে;
সঞ্চয় কেড়ে নেয় কোটি জনতা
কারণ,শকাব্দ এখন নৃত্যে।
যে যত পারে লুটছে,
অথচ এভাবেই হাত ভার হয়ে গেছে।
আমাদের সংবিধান আমাদের শিখিয়েছে,
আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে
অবশেষে কী মৃত্যুও আমাদের শেখাবে?
অপত্য,কখনো রাগ করে
জানালার পাশে টেবিলটা ভেঙে যায় হঠাৎ
প্রচন্ড বজ্রাঘাতে।
শেঁউতি;সে তো নৌকাডুবির আগে আনিনি।
আবারও কন্ঠে কন্ঠ মিলাই;
আকাশগঙ্গার এক প্রচণ্ড উৎপীড়নে
কখনো বিজলীর আগুনে
পুড়ে যাই,
আমাদেরই  সমাজ-ঝলসানো
কোনো এক কৃতকর্মে।