বৈষম্যের কপাট এখনো হয়নি বন্ধ
নীতি-নৈতিকতা ভূলে
সবাই হলো যে আজ অন্ধ।
মানবকূলের মধ্যে যেন
হিংসা বিরাজ করে
দাফনকৃত পাপের জন্য
নতুন করে লড়ে।
ওদের রন্ধ্রে-রন্ধ্রে খুনের নেশা
চোখের পলকে বিদ্বেষ মেশা।
ভয়ংকর উগ্রতায় ভরা মন
ধ্বংসটা হলো যবে আপন।
চলি দাম্ভিক হয়ে পৃথিবীর সীমানা ছাড়ি
একদিন তবে দিতে হবে পাড়ি;
ভয়ংকর মৃত্যুর ডাকে।