শত্রুরা লুকিয়ে গেছে অন্ধকারের আড়ালে
মৃত্যুর ভয় ঘিরে ফেলেছে আপাদমস্তক।
সন্ধ্যা নেমেছে গাঢ় হয়ে
মরণের গান বাজে সুমধুর লয়ে।
শুধু প্রজ্বলিত শিখা নিয়ে বসে আছে বিদ্রোহী দল
অস্ত্রশস্ত্রহীন তবু বুকে অনেক বল।
কেননা এরা মাতৃভূমির রক্তে পালিত
এরা কাপুরুষদের প্রজন্ম নয়
এদের শরীরে মিশে আছে সংগ্রামী বাঙ্গালীর
ঐক্য,
তাইতো সত্যের শিখা জ্বেলে আজও পাহারায়
এই সোনার বাংলা।