সঁপেছি আমি আমার কাছে
প্রভূদের হিংসায়;
শংকিত হাত নেড়ে উঠে প্রতিদিন।
মধ্যাহ্নের লাজুক ঘাসেদের নাত
মিটে গেছে আমাদের সাথে,সকল প্রভাত।
যতদিন ছিল,আসে মূহুর্তের ন্যায়
মুখে মুখে রটে গুজবের মতো।
কারা নাকি মারা গেছে
রাইফেলের আঘাতে;মগজ ছিটকে পড়েছিল।
যুদ্ধ আবার কী!
দেখিনি কোনোদিন,
আমাদের মেঠোপথ,সন্ধ্যার পরে
আশান্বিত হয়েছে
একনাগাড়ে জপছে তসবি।
জশদের মতো দৃঢ় হয়ে থাকব
তোমাদের সমস্ত কেচ্ছা খতম করে।