অনেক দূর চোখ যায়,
তবু তোমাদের ছায়া দেখিনা।
যখন রুধির হবো।তখন হয়তো তোমরা আসবে;
হাতে হাত রেখো।
তখন বারান্দায় মাটি দেওয়া হয়েছে
আগে তো শুধু বসবাস ছিল
জৈমিনিদের।
কণি-মারুতের কোনো বিচার নেই।
তাই রাজপথ ভাঙা হয়
এখানে ওখানে পড়ে থাকে বিধ্বস্ত ফেস্টুন।
আমি তুলে নেওয়ার সময়
দেয়ালগুলো মনে রেখে যাই
আবারও যদি আসি কোনদিন
রাজর্ষি হয়ে!!
তখন মনে হবে ঠিক এখানটায়
দাঁড়িয়ে দেখেছিলাম ''বিজয়''।