নিস্তব্ধ শহরে একা পথ
ভেঙে গিয়েছে সব শপথ।
বেঁচে আছে শুধু চোখভরা কান্না
আমরা হার মানতে পারিনা।
যতই আসুক দুর্যোগ , তুফান
আমরা বিপ্লবী, যুগের সোপান;
বুকের গহীনে আছে রক্ষাকবচ।
হার মানবনা কোনো শত্রুর কাছে
প্রভূ আছেন আমাদের সাথে;
যিনি সবকিছুর নিয়ন্ত্রক।
তিনিই আমাদের সাহস দেন
শত বিপদে আগলে রাখেন।
তাহলে কিসের ভয়?
জনউত্তাল নগরীর চোখে আবারও চমকাবে আলো
জগত-মহীর বুকে আবার
সত্য আগুন জ্বালো।