সুদূর চৌকাঠ মুখরিত নয় পদদলে।
পথের কিনারা সবুজহীন
এখনো মায়ারা অন্তহীন;
ঘুরেফিরে ধূসরিত ধূয়ার মতো।
লাল জামার খানিকটা ছেঁড়া
হয়তো রক্ত লেগেছিল।
তুফানের তীব্র ধ্বনিতে
ধ্বংসের সারি সারি নৃত্য
অধিকার চাওয়া সেই মজলুম ভৃত্য;
নিঃশব্দ পথে আবির মেখেছে।
এ রঙ সুখের নয়
অনাহুত মায়ার আহবান এটি।