ক্ষমা চেয়ে নিও মৃত্যুর আগে
অমানিশা আর ভ্রূকুটির দীর্ঘ প্রহরে।
যা লিখা হয়ে গেছে রক্তের কালিতে।
হয়তো আরবী দীর্ঘ জোয়ানের ন্যায়
আমিও নির্দেশ দিয়ে যাব
খুন কর ঐ নরপশুদের
যারা জীবদ্দশায় দেশের মাটি খেয়েছে,
বিক্রি করে দিয়েছে স্বাধীনতা
অসহায় প্রাতের সাথে।
আমি চাইনি তাদের কাছে ভিক্ষা
জীবন এবং সময়ের।
কেননা, এ দুটো আমার কাছে অনেক দামী
যা ওদের কাছে নয়।
আমি প্রতিবাদের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারি
কেননা আমার রক্তের সাথে লেখা আছে মিছিল আর
সংগ্রামের ইতিহাস।