বাড়ী থেকে না খেয়ে বেরিয়েছে ওরা,
নিঝুম রাত্রি ছিল।
যদিও দিনের ঝকঝকে আলো
চোখেমুখে পড়েছিল একসময়।
পৃথিবী থেকে বেরিয়ে যাওয়ার জন্য নয়
যত ভর্ৎসনা পৃথিবী থেকে
বের করে দেওয়ার জন্য।
ধূর্জটি হবে মাটি
আর আমরা পরিপাটি।
বামাবর্তের দিকে তাকাব না আর
শ্বনেদের ঘাঁটি হবে ছারখার।
যখন বিশাল ময়দানে এক হবে জনতা;
ওদের পা পচে যায়নি,
মাটিতে দাঁড় করিয়ে রেখেছে।
তোমাদের নয়,কালনেমি যেথা গেছিল
তার উপর দিয়েই চলব।
অরাজকতার সীমানা ধ্বংস করে
আমিও মারা যাব;
শহিদমিনারের বুকে লিখে দিও
আমার নাম।