হারানোর ব্যথায় নীল হয়ে উঠে চোখ
সমীচিন নয় তবু ছুটে আসে যত দুখ।
অবান্তর প্রশ্নেরা দাহ্য শিরার মতো
ক্ষত করে যায় বুকে শত শত।
আগুনের কুন্ডলী ঘিরে আছে চারপাশ
দেখেনি তো কেউ জোয়ারের সর্বনাশ।
শুধু দেখেছি তীব্র স্রোতের ভয়াল চাহনী।
খিড়কি টেনে,ধূসর পথে লুপ্ত হওয়ার শব্দ
প্রদীপের মতো মিত্র হয়ে পার করেছি অব্দ।
দিগন্তের ওপারে ঘুমিয়ে আছে সমাধিস্থ পাপ
তুলে নাও প্রভূ আমাদের হতে
ভয়ানক অভিশাপ।