প্রাক্কালে শুনেছি পাখির কলরব
গুনগুন করে কেউ গাইছে বিজয়ের গান
বাতাসের সাথে আসে জীবনের আহবান।
পৃথিবীর কাছে ঠাঁই নেওয়া রুদ্রের পথ
রেখেছি সবুজের বুকে কিছু আমানত।
হয়তো ঝলসে যাবে এই রূপের রাজ্য
আমাদের কোনো ভূলে
দেখবেনা কেউ আলগোছে ঐ
পোড়া পাখিটাকে তুলে।
এখনো তার চোখ চেয়ে আছে তীব্র আর্তনাদ করা
ছোট বাচ্চার দিকে।
হয়তো পয়স্বীনি লুকিয়ে যাবে
মহাসাগরের আড়ালে
সুনামির দেহে থাকবেনা সময়ের টিকা।
আর কখনো প্রভাতের শিশির পড়বেনা ঘাসে
পাখিরা ডানার আড়ালে লুকাতে পারবেনা
তার বাচ্চাদের।
কেননা,মানুষ নামদারী অমানুষগুলো
মেতে উঠেছে পৃথিবী ধ্বংসলীলায়।