যে শৃংখল ছেড়ে পা বাড়ায় অজানার দেশে
যে মহীয়ান হয় দেশের লাগি,জনতাকে ভালোবেসে।
যে নির্ভয়, দুই হাত দিয়ে শত্রুর আনে শির
কুঁড়েঘর থেকে প্রাসাদ হয়ে দেশমাতৃকা বীর।
সে বিদ্রোহী, সে আগামী শাসনের চোখ তার
সাম্যচ্যুত হয় নাই কভু, তাই জিতে যায় বারেবার।
আমরা পুরুষ, আমরা শক্তি, বুকের মধ্যে পণ
দেশের সীমানা রক্ষার লাগি করিব সত্যরণ।
বুকের মধ্যে বল যদি থাকে ধরাও আগুন এবার
ইতিহাস হয়ে সাক্ষী রবে , সময় শপথ নেবার।
বসাই পাহারা, হোক এই দেশ মরু সাহারা
আসো আসো সম্মুখে, যুদ্ধ করবে কাহারা?
আমরা কখনো দেখি নাই ছুঁয়ে রগের রক্ত কেমন
মাথায় বর্ম, হাঁটায় মর্ম তোমাদের কাজ যেমন।