নিখিল বিশ্ব ভরে গেছে কালো বৃষ্টির ধারায়
শোরগোল থেমে গেছে ঐ শিউলীর কাঠগড়ায়।
নিশ্চুপে প্রহর গুনছে সবাই
নরপিশাচের দল যেকোনো সময় করতে পারে জবাই।
আহাজারী করে বৃদ্ধ বেচারী;
এক টুকরো রুটি অনেক কষ্টে গিলছে
চোখের পানি টপটপ করে, থালার উপর ফেলছে।
রাস্তার পাশে থাকা বাচ্চা শিশু
আর্তনাদ চেপে রেখেছে বুকের ভেতর।
ধর্ষিতা মায়ের চোখের পানি
আর শত সত্ত্বার হাতছানি,
ডাকে আমাদের।
ভয়ের কারণে ভূলে গেছে সব
আমরা দামাল ছেলে
আবর্জনা সাফাই হবে ওদের
চক্ষু গেলে।
একসাথে মোরা সোনার বাংলা করব 'ন্যায়ের দেশ'
স্বৈরাচারী শাসক যারা থাকবেনা আর লেশ।