প্রশ্নেরা সব মিশেছে ধূলোয়
এখনও শংকা স্বপ্নগুলোয়।
আকাশের বুকে শান্তির রাজ
আর সন্ধ্যার মুখে ভয়ানক সাজ
সজ্জিত শত্রুরা আসে অন্ধকারে
সীমানা প্রাচীর ধ্বংস করে।
তাবত সমাধি গর্জে উঠে
সিংহনাদের রাজ্য টুটে।
এখনও রক্তে বিদ্রোহ গাঁথা
তুমি অনন্য বাংলা মাতা।