দুঃসহ জীবন থেকে
সমাধি সমাপ্ত রেখে
যেন শিয়রের পাশে মৃত্যুর আনাগোনা,
রক্তের সাথে মিশে গেছে বিদ্রোহ।
অক্লান্ত সৈনিক স্মৃতির গভীরে হাতড়ায়
যুদ্ধের ডাক পড়ে গেছে;
জীবন যুদ্ধের জয় পরাজয়।
থেমে গেছে গ্রহের তীব্র আর্তনাদ।
সেনা ছাউনিতে লেগেছে আগুন
নবপ্রজন্মের তপ্ত ফাগুন।
মুখরিত পথে নতুনের সন্ধান
থেমে থাকেনা স্বপ্নের সংবিধান।
এখনও সরোবরে ফুটে লক্ষ লক্ষ পদ্ম
উঠে আসে দেখ বিদ্রোহী ছেলে,নয়কো দুয়ার বদ্ধ।
প্রাচীন পথগুলো যায় শুকিয়ে
তবু আমাদের দেখে যায়না লুকিয়ে,
ব্যবধান মিলিয়ে গেছে অন্তরালে।
কুয়াশার বুক ভেদে দেখি নতুন আলো
এবার তোমরা রূহের ভেতর সত্য আগুন জ্বালো।