আঁধারে মশগুল পৃথিবীর বুকে
চন্দ্র-তারারা আলতো করে ঝুঁকে;
চোখ  বুজে ফিরে যায়না গহীন অন্তরালে।
পূর্বাকাশের আহবান থামেনি এখনও
অবিরত স্লোগান শুনি তখনও;
যখন হৃৎপিণ্ডের ভেতর জ্বলে প্রতিবাদী শিখা।
ফুরিয়ে যাবেনা সূর্য কিংবা চাঁদের আলো
দেখো সামন্তেরা পা বাড়ালো;
বীর-বিদ্রোহী সেজে
আসছে তুফান অরির মুখে
আলোকরশ্নির তেজে।