দূরত্ব কমে গেছে ছায়াগুলোর মধ্যে।
কখনো চেনা ফুলের মতো
কখনো আলোকিত চাঁদের মতো,
মিনারের পাশ বেয়ে শিখরে উঠে
তারারা তখন শ্রদ্ধায় লুটে।
অহর্নিশ ছুটে চলা সমুদ্রের ধ্বনি
যেন মনভাঙা মানুষের মুক্তো-মণি।
দেবালয় ঘিরে আছে গাঢ় পর্দায়,
তবু থেমে নেই স্বপ্নসন্ধান।
থামেনি অসীম তেজে ছুটে চলা
অশ্বের চিৎকার।
ধূলি উড়িয়ে চলে নির্জন তাঁবু ফেলে।
বিচ্ছিন্ন সময় আর উত্তপ্ত দিন
তবুও জনতার ক্ষুব্ধ কন্ঠ
এখনো হয়নি লীন।