একটি বাংলা মায়ের মতো
শ্রেষ্ঠ ছেলের মালিক
সহোদর যেন ছায়ার মতো
লক্ষ-কোটি শালিক।
বিশাল মাটি একখন্ডে , তার মাঝে সবে থাকি
দিনের শুরুতে , প্রগতি পথে ভাইয়ের মতোন ডাকি।
একটি জাতি, প্রাণের সাথী যুদ্ধে শরিক হলাম
সকল বাধাকে আলোর মতো পুষ্প করে নিলাম ।
যারা আসল রূপকে গোপন করে চলতে সাহস করে
তারা জন্মের মতো বিদায় হোক আজ অগ্নিকুন্ড ধরে ।
নতুন বোশেখে বাঙ্গালী সাঁজোয়া আমরা পথিক নই
কোটি বৎসর '' শ্যামল কান্তি''বাংলাকে আমি কই ।