হাওয়া হতে উন্মুক্ত কোলাহল,
পর্বত-সম মিছিলের সারি
দিয়েছে অভ্যূদয়ের সাথে আড়ি।
হয়েছে সন্ন্যাসী মোহমায়া ছেড়ে
জানিয়েছে বিদায় দুই বাহু নেড়ে।
পদচিহ্ন ফেলেছে সমুদ্রের বুকে।
কখনো তুষারধবল প্রান্তরের গায়ে
হেঁটে চলেছে পায়ে পায়ে।
রক্তের পূর্বসূরী যত ছিল
মৃত্যুকে করেছে আলিংগন
ধুয়ে ফেলেছে ওরা স্নেহাতুর মন।
শত্রু তো রাজ করে আমাদের মাঝে
আপনার শত্রুতো সময়েই সাজে।
স্বচ্ছ হতে পারিনি আমরা নিজেই।
ঘুমিয়ে আছি অন্ধকারের কালগ্রাসে
শঙ্কিত নই মৃত্যুর বসবাসে।
চির অন্ধ হয়ে ন্যায়ের সাথে লড়ছি
সবশেষে ঐ অকর্মতে
নিজেরাই শুধু মরছি।