লুটতরাজের সীমানা প্রাচীর গড়িছে লোহার জালে
গোপন কুঠরে আর কতদিন,সন্ত্রাসীদের তালে।
কামার-কুমোর, জেলে তাঁতী
সব অভাগার বুকে লাথি।
মাথার মগজ খুবলে নিয়ে বেচিছে খুচরা দামে
তবে বন্ধ কেন মনের দুয়ার কা-পুরুষের নামে।
সব্যসাচীর মাথার পিছে লুকানো অস্ত্র ধার
আতংকিত কাননবাসী,দুর্নীতিতে পার।
রাস্তা থেকে সরে গেলেই ওদের হামলা চলে
এদেশ আমার,এদেশ আমার চিৎকার করে বলে।
ওরা নিজের ছায়াতে ভয় পেয়ে যায় রাত্রি যখন হয়
তাদের সামনে বুকের সাহস কমবেনা নিশ্চয়।
ওদের তীক্ষ্ম হোলের বৃক্ষ জ্বালাও মুখের আগুন জ্বেলে
অন্যায় দেখে ঝাঁপিয়ে পড়ে তারাই দামাল ছেলে;
এই বাংলার।