মস্তিষ্কের আদল বদলে গেছে।
সাড়া নেই জীবনের আহবানে
অসাঢ় রক্তের নেই কোনো মানে।
শত্রুকুলের বুকে আগুন না ধরাতে পারলে
মানবেতর ধ্বনি না শুনতে পারলে;
সর্বনাশী হাহাকার নেমে আসবে
উত্তপ্ত আগুনের মতো
ভস্ম করে দিয়ে যাবে
অহমিকা আছে যতো।
অট্রালিকা আর বিলাসবহুল জীবনে
দাফন করেছো আনমনে;
দৃপ্ত স্বাধীনতা আর বিদ্রোহের সম্মান
ঘাতকতা করেছো পাবেনা পরিত্রাণ।
এ রক্তের ভেতরে মৃত্যুভয় নেই
এ রক্তের মাঝে আপোশ নেই।
শুধু জমা আছে প্রতিশোধের ভয়ংকর শিখা।