ওষ্ঠস্পর্শহীন গীতিকবিতা-গান,
বিশ্বে প্রথম কোনো গান, যেই গান গাইলে ঠোঁটের সাথে ঠোঁট লাগবেনা। গানটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, আস্থায়ী ও দুই অন্তরা বিশিষ্ট।


আহারে দিন সে কি করুণ সে কি কঠিন নিঠুর
অশ্রুনীরে গহীন হতে কণ্ঠ ছিঁড়ে কি সুর।
যায় তা তো না জ্বালা যাতনা, কত গিলেছি ঢোঁক


সুক্ষ্মতরও দুঃখ'তরে সে-কি গাইছে শ্লোক
ওগো) কেউ শোনেনা কেউ দেখেনা ঢেউ খেলানো চোখ।


আড়াল হয়ে অগোচরে গো রোদনধারা রোজ
কখনো এসে নেয়নি কেহ একটুখানি খোঁজ
একটুখানি সান্ত্বনাতে শান্ত যাতে হয়
যাচ্ছি ক্ষয়ে ক্লান্ত হয়ে কেউ তো কারও নয়
যোগ করিয়ে এতটুকুও নেয়নি কেহ শোক।


সুখের নাশে কষ্ট আসে দিনে দিনে অঝোর
দিনের আলো হয়েছে কালো রাত হয়েছে ঘোর
ধরণীতলে তলিত আলো আঁধারে সদা ঝোঁক
আতংকিত হিয়ায় আছে ওগো সে-না কতক
আদৌ তো না লক্ষ্য দিল কখনো কোনো লোক।