প্রেমই কবিতা
কবির উপ্যাখান এক রোমান্টিক
প্রেম দিয়েই তো শুরু হয়।
.
তারপর বিভক্ততা
প্রেম ভেংগেই তো হয় অধ্যায়
এক ভাগ
দুই ভাগ
এভাবে অারও অনেক ভাগ হতে থাকে।
.
ঠিক অামরাও জানি না
অামাদের অনুভুতি কাজ করে কি?
কখন কিভাবে করে?
.
কখনও অামরা সিক্ত মাটিতে ভালবাসা বুনি
কাদায় লেগে থাকে বীজ।
কখনও সোনা খুঁজি
কখনও অাকড়ে ধরি খরকুটো।
ভাগ হয়ে যায় সবকিছু
এক ভাগ
দুই ভাগ
এভাবে বিভাজন রোগে ভুগি ।
.
অথচ অামাদের সামনেই তো অায়না
একটি বারও কি অায়নায় তাকাই
অতটা সময় নেই
অামাদের চারপাশের দেয়ালে দীর্ঘশ্বাস
সারাক্ষন ভাগ হতে থাকে ভালবাসা
এক ভাগ
দুই ভাগ
এভাবে অারও অনেক ভাগ হতে থাকে।