বৃষ্টি হবো
রমনীর ঠোঁট ছুঁয়ে যাবো
অভিলাষ পূর্ণ হোক
গোলাপ ছুঁয়ে যাই অহর্নিশ।
.
প্রজাপতি অনেক রকম কেন?
ভাবতে পারি না
চিনি না তার রং
বৃষ্টি হবো
রমনীর ঠোঁট ছুঁয়ে যাবো।
.
তাকে ভালবেসে
সমস্ত ক্লান্তি মুছে ফেলি
জল রঙের ছবি অাঁকি
ঝর্নার জলে বসে সারাদিন।
হেঁসে ওঠে
রমনীর লিপষ্টিক রাঙানো ঠোঁট।
.
এরপর ভেসে যাবো নিলাম্বু।