কালো দাগ বিলুপ্ত
                   বাজার বানিজ্য হচ্ছে
ক্রেতারা সাদাকালো সংমিশ্রণে
                    কিনে নিচ্ছে তৈজসপত্র।


শুভ্রতার রং ফেটে
              বানিজ্যিক মহলে
                       হরেক রকম মানুষের সমাহার।


নানা রঙের খরকুটো
       রোদ বৃষ্টির জলে ভিজতে ভিজতে
শ্রাবণের দারস্ত হতে
                       ভিজে গেল
           ভেসে গেল নদীর মাতাল ঘূর্নিপাকে।


বিক্রেতা কে? ক্রেতা কে?
                        বৃত্তের পরিধিতে শব্দ নাটক
দর্শক সারিতে জটলা
                      একে একে যোগ হচ্ছে নতুন মুখ।


শেষ পর্ব নাটকে
       আরেকটি নতুন মুখ সংযোজিত
                                            দৃশ্যপর্ব থেমে নেই।